Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Upazila Ansar VDP rally-2022
Details

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, শ্রীবরদী, শেরপুর এর আয়োজনে গত ০৯ নভেম্বর ২০২২ খ্রিঃ উপজেলা আনসার ভিডিপি সমাবেশ-২০২২ শ্রীবরদীর শহীদ শাহ মু’তাসিম বিল্লাহ খুররম অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ সাইফুর রহমান- বিভিএম,পিএএমএস, পরিচালক  (রেঞ্জ কমান্ডার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইফতেখার ইউনুস- উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী, শেরপুর আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন, জনাব এ.ডি.এম শহিদুল ইসলাম-উপজেলা চেয়ানম্যান, উপজেলা পরিষদ, শ্রীবরদী,শেরপুর, জনাব বিপ্লব  কুমার বিশ্বাস-অফিসার্স ইনচার্জ, শ্রীবরদী, শেরপুর, উপস্থিত ছিলেন জনাব সায়লা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা- শ্রীবরদী, শেরপুর। । উক্ত অনুষ্ঠানে ভিডিপি দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডারসহ ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহন করে। অনুষ্ঠান  পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, তেলওয়াত করেন ভিডিপি দলনেতা মাসুদ রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সায়লা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, শ্রীবরদী । সমাবেশের প্রতিবেদন পাঠ করেন  ওয়ার্ড ভিডিপি দলনেত্রী  সাকী আক্তার । এছাড়াও সংগঠনের কার্যক্রম তুলে ধরেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান। পরিবর্তিতে বিশেষ অতিথিবৃন্দ  আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন  এবং তাদের দাবীগুলো প্রধান অতিথির কাছে  তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষায়, করোনাকালীন সময় জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করায় আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাদের উপর দায়িত্ব সমূহ পূর্বের ন্যায় সুনামের সাথে পালন করতে নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি বক্তব্য শেষে ভালো কাজ এবং করোনায় জীবনের ঝুকি নিয়ে দায়িত্ব পালন করায় আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার তুলে দেন। ভিডিপি দলনেতা/দলনেত্রী ও আনসার কমান্ডারসহ ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যার  মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করা হয়, এদের মধ্যে ০৭ জনকে বাই-সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠানটি জেলা কমান্ড্যান্টের নির্দেশক্রমে সঞ্চালনা করেন জনাব মোঃ ইলিয়াস উদ্দিন- উপজেলা প্রশিক্ষক, ঝিনাইগাতী, শেরপুর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব সুমন মিয়া- উপজেলা প্রশিক্ষক, শ্রীবরদী, শেরপুর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Images
Attachments
Publish Date
09/11/2022
Archieve Date
31/12/2022